চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সার্জিকেল মাস্ক, হ্যান্ড গ্লাভস ও পিপিই বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম দেওয়ান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা সার্জিকেল মাস্ক, হ্যান্ড গ্লোবস ও পিপিই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা বেগম পলিনের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, ‘করোনা ভাইরাস মোকাবেলায় সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে জনসেবার লক্ষ্যে সার্জিকেল মাস্ক, হ্যান্ড গ্লাভস ও পিপিই বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সিএ দিদার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক : আনোয়ারুল হক, ২৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur