তথ্য প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন নীতি : না মানলে অ্যাকাউন্ট ডিলিট

নতুন বছরে হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসছে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে টার্মস অব সার্ভিস বদলাতে চলেছে এ মেসেজিং অ্যাপ।

বিষয়টি শিগগিরই ইন-অ্যাপের মাধ্যমে ইউজারদের জানাবে হোয়াটসঅ্যাপ। আর যে সব ইউজারেরা অ্যাপটির নতুন নীতি মানতে পারবেন না, তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইতিমধ্যেই মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে টার্মস অব সার্ভিস এবং প্রাইভেসি পলিসি রয়েছে। ইউজারের ডেটা এবং বিভিন্ন তথ্য সুরক্ষায় এসব নীতি।

তবে এ প্রথমবার টার্মস অব সার্ভিসের আপডেট নিয়ে গ্রাহকদের সতর্ক করল হোয়াটসঅ্যাপ।

ফেসবুক মালিকানাধীন কোম্পানিটি জানায়, Agree-অপশনে ক্লিক করলেই আপনি নতুন টার্মস মেনে নেবেন, যা প্রয়োগ হবে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। এই দিনের পর থেকে আপনাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপের নতুন টার্মস মানতে হবে। আর যদি আপনি তা না মানেন, তাহলে অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারেন। ‘

কোনও ইউজার যদি নতুন টার্মস অব সার্ভিস না মানেন, তাহলে নিজেকেই ওই অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। না হলে হোয়াটসঅ্যাপই সেই অ্যাকাউন্ট ডিলিট করে দেবে।

ইন-অ্যাপ ব্যানারের সাহায্যেই ইউজারদের নতুন এই টার্মস অব সার্ভিস সম্পর্কে সজাগ করা হবে।

নতুন ফিচার যোগ করলে বা পুরোনো ফিচারে কোনও পরিবর্তন আসলে তাও ইন-অ্যাপের মাধ্যমেই জানাবে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ডেস্ক, ৫ ডিসেম্বর ২০২০

Share