Home / আন্তর্জাতিক / ‘হোয়াটসঅ্যাপ’ মেয়রের ১৪ বছরের কারাদণ্ড
‘হোয়াটসঅ্যাপ’ মেয়রের ১৪ বছরের কারাদণ্ড

‘হোয়াটসঅ্যাপ’ মেয়রের ১৪ বছরের কারাদণ্ড

ব্রাজিলের বম জারদিম শহরের মেয়র লিদিয়ানে লেইতে নিজ শহর থেকে ১৮০ মাইল দূর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ‘হোয়াটসঅ্যাপ’-এর সাহায্যে দাপ্তরিক কার্যক্রম চালাতেন।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সী এই মেয়রকে অর্থ আত্মসাতের মামলায় ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ‘হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম চালানোর কারণে তিনি হোয়াটঅ্যাপ মেয়র নামে পরিচিত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষা বাজেট থেকে অর্থ আত্মসাতের একটি মামলায় মেয়র লিদিয়ানে লেইতের ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বম জারদিমের মেয়র ছিলেন লিদিয়ানের সাবেক প্রেমিক মেয়র হামবার্তো দান্তাস দোস সান্তোস। ২০১২ সালে দুর্নীতির অভিযোগে মেয়রের পদ থেকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয় তাকে এবং এরপরই লিদিয়ানে মেয়র হিসেবে দায়িত্বে আসেন।

৪০ হাজার মানুষের সবচেয়ে দরিদ্র শহর বম জারদিমে স্কুলগুলোতে শিশু শিক্ষার্থীদের একবেলা করে খাবারের বাজেট হয়েছিল। শিশু শিক্ষার্থীদের খাবার না দিয়ে ওই বাজেট থেকে দুই কোটি ডলার আত্মসাৎ করেন মেয়র। সেই অর্থ দিয়েই তিনি বিলাসী জীবন যাপন করতেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লিদিয়ানে লেইতে এখন পলাতক থেকেও ‘হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে মেয়রের কাজ চালিয়ে যাচ্ছেন।
নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ সময় ৩ :১৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
এএস