পরিবার ও সন্তানদের নিয়ে সস্ত্রীক নিজ বাড়িতে হেলিকাপ্টার যোগে বাড়ি ফিরলেন আমেরিকা প্রবাসী মো.জসিম উদ্দিন প্রধান।
শুক্রবার ১২ আগষ্ট আমেরিকা থেকে ঢাকায় অবতারনার পর বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় জসিম উদ্দিন প্রধান তার নিজ জন্মভূমি বাড়িতে বেসরকারি একটি হেলিকপ্টারে পৌছেন।
এসময় স্থানীয় এলাকাবাসী,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন প্রধান কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য আলহাজ মো.মোখলেছুর রহমান প্রধানের সুযোগ্য সন্তান।
সদ্য আমেরিকা প্রবাস ফেরত মো.জসীম উদ্দিন প্রধান বলেন,‘২০০৫ সালে আমি আমেরিকায় পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশের নাগরিকত্ব লাভ করে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্থায়ী ভাবে বসবাস করে আসছি। মাতৃভূমি ও নারীর টানে দেশে মাঝে মাঝে ফিরে আসি। এলাকাবাসী আমাকে এতো ভালবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। ’
তেগুরিয়া গ্রামের অধিবাসী ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাও.ওমর ফারুক প্রধান বলেন, ‘আমেরিকা প্রবাসী জসীম উদ্দিন প্রধান আমাদের গর্বের ধন। তিনি প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয় সামাজিক ও গরীব অসহায় মানুষের সাহাযার্থে হাত বাড়িয়ে দেন। হেলিকাপ্টারে যোগে তিনি বাড়ি ফিরায় তার আগমনে আমরা খুবই আনন্দিত। ’
স্থানীয় যুবক গিয়াস উদ্দিন প্রধান,মাও.মাসুম বিল্লাহ মাদানী,আব্দুর রহমান প্রধান ও জাহাঙ্গীর আলম প্রধানসহ অনেকে জানান,তেগুরিয়া গ্রামে হেলিকপ্টারে যোগে প্রবাসীর আগমন একটি বিরল ঘটনা। জসিম উদ্দিন প্রধানের হেলিকপ্টার যোগে আগমন ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে। তার আগমনে আমরা খুশি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এদিকে হেলিকাপ্টার যোগে প্রবাসী জসীম উদ্দীন প্রধান নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।
জিসান আহমদে নান্নু
১২ আগস্ট ২০২২
এজি