হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিঊন)। সোমবার ১২ টার দিকে তার ছেলে খালেদ বিন নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার রাতে গুরুতর অসুস্থ হলে নূরুল ইসলামকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে নূরুল ইসলাম জিহাদী স্ট্রোক করেন বলে জানান তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur