শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিবর্তন করে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ করার নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ শব্দগুচ্ছ পরিবর্তন করে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার ২৪ মার্চ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদফতর দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদফতরের জারি করা নির্দেশনায় বলা হয়,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ২৩ মার্চ সব মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনে পত্র জারি করে।

এখন ‘বঙ্গবন্ধু কর্নার’এ শব্দগুচ্ছ পরিবর্তন করে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’প্রতিস্থাপন করে অধিদফতরকে জানতে অনুরোধ করা যাচ্ছে।

২৭ মার্চ ২০২২
এজি

Share