ব্যাট হাতে শুরুতে চাপে পড়েছিল আফগানিস্তান। ধাক্কা সামলে ১৫৪ রান তুলেছে তারা। জবাব দিতে নেমে চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। যে চাপ সামলে নিয়েছেন তরুণ হৃদয় ও শামীম।
বাংলাদেশ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে। ক্রিজে থাকা তাওহীদ হৃদয় ২৫ ও শামীম পাটোয়ারি ১৯ রান করেছেন।
এর আগে ওপেনার রনি তালুকদার ৪ রান করে আউট হন। নাজমুল শান্ত ১২ রান করে সাজঘরে ফেরেন। লিটন দাস আউট হন ১৯ বলে ১৮ রান করে। ভরসা দেওয়া অধিনায়ক সাকিব ১৭ বলে ১৯ রান করে আউট হয়েছেন।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ৫৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৩ ও আজমতুল্লাহ ওমরজাই ১৮ বলে চারটি ছক্কায় ৩৩ রান যোগ করেন।
ক্রীড়া ডেস্ক/ ১৪ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur