হুমায়ুন ফরীদির অমৃত কথা

২০১২ সালের আজকের দিনে (১৩ ফেব্রুয়ারি) প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা হুমায়ুন ফরীদি। বিভিন্ন সাক্ষাৎকারে, আলোচনায় তাঁর বলা অনেক কথা পথ দেখিয়েছে পরবর্তী প্রজন্মকে।

=> উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।
=> জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
=> তুমি যখন কাউকে ভালোবাসবে, তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নেই।
=> মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। কারণ, মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ, তখন তোমাকে মরতেই হবে। এটা যদি তোমার
=> মাথায় থাকে, তাহলে তুমি পাপ করতে পারবে না। যেটা অনিবার্য, তাকে ভালোবাসাটাই শ্রেয়।­­
=> সুখী হওয়ার একটাই উপায়, কাউকে ঠকাবেন না। তাহলে অবশ্যই সুখী হবেন।
=> যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পেছনে কিছু বলে, জেনো তুমি কিছু একটা করছ, যা ওরা করতে পারছে না। মাথায় নিয়ো না। তোমার কাজ তুমি করেযাও মন দিয়ে। জয়ী হবে।
=> এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।

Share