বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। দলটির প্রতীক হচ্ছে ‘সোনালী আঁশ’।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখা-১ এর যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের চেপ্টার ছয়ের বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ৩৩ তোপখানা রোড, ১৫/সি মেহেরবা প্লাজা (১৬ তলা), পল্টন ঢাকা-১০০০ অবস্থিত তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
দলের জন্য ‘সোনালী আঁশ’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর-০৪৫।
এ নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। এছাড়া বর্তমানে নতুন দল নিবন্ধনের প্রক্রিয়া চলছে। নিবন্ধিত দল ব্যতীত কোনো দল সংসদ নির্বাচনে অংশ নিতে পারে না।
বার্তা কক্ষ, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur