এফবিআই ইউএস কংগ্রেসকে জানিয়েছে যে ব্যক্তিগত ই-মেইল সার্ভারের তদন্তে হিলারী ক্লিনটনের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদের।
এফবিআই পরিচালক জেমস বি কোমি, কংগ্রেস সদস্যদের একটি চিঠিতে বলেন এই সিদ্ধান্তের কথা।
ক্লিনটনের উপর থেকে একটি অন্ধকার মেঘ সরে গেছে বলে মন্তব্য করছেন বিশ্লেসকরা। নির্বাচনের দুই দিন আগে তার প্রচারণার উপর ব্যাপক প্রভাব আনবে এই সংবাদ।
ক্লিনটন ক্যামপেইন এক প্রেস রিলিজে জানিয়েছে, ‘আমরা আনন্দিত যে এই বিষয়টির সমাপ্তি হয়েছে’।
নিউজ ডেস্ক:
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur