লতাপাতার ভেতর দিব্যি হেঁটে বেড়াচ্ছে নীল রঙের মাছ! এটি কোন কল্পনা নয় বাস্তবে এরকম মাছের সন্ধান পাওয়া গেছে সম্প্রতি। ভারতের পশ্চিমবঙ্গের হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে সর্পমুখী, হাল্কা নীল-রঙা এমন মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
মাছগুলো পানি ছেড়ে স্থলে শুধু বেঁচেই থাকে না, দিব্যি হেঁটে-চলে বেড়ায় পৃথিবীর মাটিতে। একটানা চার দিন ডাঙায় হেঁটে বেড়াতে পারে এ মাছগুলো।
বিজ্ঞানীরা জানিয়েছেন, হালকা নীল-রঙা এই মাছের মাথাটা অনেকটা সাপের মতো। তারা সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। বাতাসে নিশ্বাস নেয়ার সঙ্গে মাটিতে হাঁটতেও পারে এই প্রজাতির মাছ। ভেজা কাদা মাটি পেলে হড়কাতে হড়কাতে প্রায় ৪০০ মিটার পর্যন্ত সুন্দরভাবে হাঁটতে পারে তারা।
এরকম অদ্ভুত মাছ ছাড়াও আরও ২০০ নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সন্ধান পেয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে উল্টো নাকবিশিষ্ট বানর। সামান্য বৃষ্টি নামলেই উল্টো চ্যাপ্টা নাক দিয়ে পানি ঢোকায় হাঁচি দিতে দিতে দিশেহারা হয়ে যায় তারা।
ফিচার ডেস্ক | আপডেট: ১১:১৫ এএম, ০৭ অক্টোবর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur