চাঁদপুরে ডিডিএমসিএস-এর আয়োজনে হিফজ প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার।। ডেভেলপমেন্ট ফর ডিপ্রাইড মাদার অ্যান্ড চিলড্রেন সােসাইটি (ডিডিএমসিএস)-এর আয়োজনে সুবিধাবঞ্চিত, অসহায় এতিম শিশুদের ভবিষ্যৎ শিক্ষা কার্যাক্রম বাস্তবায়নের লক্ষ্যে হিফজ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বাদ জুমা তরপুর চন্ডী কাজী আলী হোসেন জামে মসজিদ মাদরাসা ও এতিম খানা কমপ্লেক্স মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিডিএমসিএস অসহায় মা ও শিশু উন্নয়নে একটি সেবা মুলক প্রতিষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজী আলী হোসেন জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম মিন্টু।

কাজি আলি হসেন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি কাজী আলী কাজী আব্দুরর রব কালু মিয়ার সভাপতিত্বে ও কাজী আলী হোসেনন জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আব্দুল হাদীর পরিচালনায়, উপস্থিত ছিলেন, ডেভেলপমেন্ট ফর ডিপ্রাইড মাদার অ্যান্ড চিলড্রেন সােসাইটি (ডিডিএমসিএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাতিমাহ রহমান সহ উক্ত মাদ্রাসার অন্যান্য সহকারী শিক্ষকগণ ও ওলামায়ে কেরামগণ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, তাফাজ্জল গাজী হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ও সেনের দিঘীরপাড় ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ খালেদ সাইফুল্লাহ।

হেফজ প্রতিযোগিতায় প্রায় ১,শ জন হাফেজ অংশগ্রহণ করেন। এতে ৯ জন প্রতিযোগী বিজয় লাভ করে ঢাকার প্রতিযোগিতার জন্য ইয়েসকার্ড অর্জন করেন।
উল্লেখ্য: ডেভেলপমেন্ট ফর ডিপ্রাইড মাদার অ্যান্ড চিলড্রেন সােসাইটি (ডিডিএমসিএস) অসহায় মা ও শিশু উন্নয়নে একটি সেবা মুলক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত, অসহায় এতিম শিশুদের ভবিষ্যৎ শিক্ষা কার্যাক্রমসহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রেস বিজ্ঞপ্তি, ২৯ অক্টোবর ২০২১

Share