তীব্র তাপদাহে হিট স্ট্রোকে মারা গেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেছ তূর্য। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর কালবেলাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএসইউর সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আসিফ বিন আলী কালবেলাকে বলেন, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় হিট স্ট্রোকে মারা যান ইশতিয়াক ওয়ারেছ তূর্য। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
তূর্য বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২তম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তূর্যের বাবা ওয়াহিদুজ্জামান মিনু আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। বাবার একমাত্র সন্তান ছিলেন তূর্য।
মঙ্গলবার রাতে ঢাকায় তূর্যের মৃত্যুর পর তাকে বুধবার (২৪ এপ্রিল) সকালে নিজ জেলা সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। তার নামাজে জানাজা যোহরের নামাজের পর সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/২৪ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur