হিজাব নিয়ে মুসলিম ছাত্রীর আলোচিত বক্তব্য (ভিডিওসহ)
Friday, 19 June, 2015 2:56:38
বিশেষ সংবাদ:
জনৈক ব্যক্তির পাশ দিয়ে এক অর্ধ উলঙ্গ মেয়ে হেঁটে যাচ্ছে। তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, মামনি, তুমি বাজারের খোলা তেল ব্যবহার করো নাকি প্যাকেটের তেল ব্যবহার করো?
মেয়েটা জবাবে বললো, খোলা তেল তো নিরাপদ নয়। তাছাড়া এটা বাজে হিসাবেই পরিচিত। আর আধুনিক যুগে খোলা জিনিসকে কে পছন্দ করবে? তাছাড়া খোলা তেল তো সস্তা। তাই প্যাকেটের তেলই (বোতলজাত) ব্যবহার করি।
তার এই কথা শুনে তাকে বললেন, তাহলে তুমি এরকম কেন খোলামেলা চলতেছ?
একবারে সস্তার মতো। একবারেই বাজে। আধুনিক ছেলেরা তো খোলা এবং সস্তা জিনিস নিতে চায় না। ওরা প্যাকেটের ভালো জিনিসই খোঁজে।
তিনি তাকে বললেন, মামনি, তুমি দেখে শুনে সস্তা হইতেছ কেন? তার কথা শুনে মেয়েটা নিশ্চুপ এবং টাস্কি খেল।
(উপরের লেখাটি বাস্তবতা অবলম্বনে একটি গল্প, এবার নিচের মুসলিম মেয়েটির হিজাব সম্পর্কিত বক্তব্য শুনুন)
https://youtu.be/eusi0nncb90