চাঁদপুরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমটিতে বেলায়েত সুমনকে আহবায়ক এবং অমরেশ দত্ত জয়কে সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেয়া হয়।
১৩ই এপ্রিল মঙ্গলবার এইচআরএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজম খান সাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটি দ্রুত সময়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে।
সংগঠন থেকে জানানো হয়, জেলা শাখার পূর্বের কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ রুহুল আমিন, ইমান হোসেন এবং মোঃ জসিম উদ্দিন।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব জানান, হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যগণ তাদের জীবন বৃত্তান্ত মহাসচিব বরাবর করবে। ইতোপূর্বে চাঁদপুর জেলা শাখায় কারো নামে প্রতিষ্ঠানের কোনো আইডি কার্ড পূর্বে ইস্যু করা থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বর্তমান আহবায়ক কমিটির স্বাক্ষরে নতুন আইডি কার্ড ইস্যু হবে।
প্রেস বিজ্ঞপ্তি, ১৪ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur