Home / চাঁদপুর / হাসান আলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সংবর্ধনা
হাসান

হাসান আলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সংবর্ধনা

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক( প্রথম শ্রেণি গেজেটেড কর্মকতা) পদে পদোন্নতি প্রাপ্তিতে পদোন্নতি প্রাপ্ত ২১ জন সিনিয়র শিক্ষককে বিদ্যালয়ের পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়েছে।

১২ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদাউস আরা’র সভাপত্বিতে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটওয়ারী।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাধারন সম্পাদক ও হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক( ইংরেজি) এম. অাব্দুল অাজিজ শিশির,সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন,রাশেদুল হক, সহকারী শিক্ষক আব্দুল লতিফ মিয়াজী সহকারী প্রধান শিক্ষক মনজুরুল অালম,হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাসমাশিস নেতা এমরান হোসেন,সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটোয়ারী।

বক্তারা সবাই তাদের বক্তব্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পদোন্নতির জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের দাবী এন্ট্রিপদ নবমগ্রেড,জাতীয় শিক্ষানীতির অালোকে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার পদে দ্রুত পদোন্নতি,দীর্ঘ দিনের বকেয়া টাইমস্কেল ও সিলেকশনগ্রেড প্রদান সহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং এগুলোর দ্রুত সমাধানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় সুদৃষ্টি কামনা করেন।

প্রসঙ্গত, ৩০ জুন২০২১ তারিখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪৫২ জন শিক্ষক প্রথম শ্রেণি গেজেটেড কর্মকর্তা পদমর্যাদায় সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি লাভ করে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১২ জানুয়ারি ২০২২