রাজনীতি

বিএনপি’র প্রার্থী চূড়ান্তের কাজ ‘শেষ পর্যায়ে’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা বুধবারই ঘোষণা হতে পারে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

দুপুরে গুলশানের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে বলছি যে, আমাদের এখন পর্যন্ত তালিকা চূড়ান্ত হয়নি। আমরা এখন পর্যন্ত মনোনয়নের তালিকা চূড়ান্ত করতে পারিনি।

“আশা করছি যে, আজকের মধ্যে করে ফেলতে পারব। যদি করে ফেলতে পারি তাহলে সন্ধ্যার পরে আমরা আপনাদের জানাব।”

এক দশক ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বহু মামলা রয়েছে। সে বিষয়টি বিবেচনা করে নির্বাচনে প্রায় প্রতি আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয় দলটি।

৩০০ আসনের এই নির্বাচনে সাড়ে ছয়শ’র বেশি প্রার্থী ধানের শীষের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন, যাদের মধ্যে বিএনপির পাশাপাশি তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর নেতারাও রয়েছেন। গত রোববার বাছাইয়ে ১৪১ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এখন তাদের বৈধ প্রার্থী রয়েছে ৫৫৫ জন।

এরা ছাড়াও ১৮ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের জন্য কিছু আসন ছাড়তে হবে বিএনপি। এর বাইরে গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক-শ্রমিক জনতা লীগ ও জাতীয় ঐক্যপ্রক্রিয়াকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে তারা ভোটে যাওয়ায় ওই সব দল ও প্ল্যাটফর্মের সংগঠকদেরও কিছু আসন দিতে হবে তাদের। (বিডি২৪লাইভ)

বার্তা কক্ষ
০৫ ডিসেম্বর,২০১৮

Share