চাঁদপুরের কচুয়ায় করোনা টেস্টের নমুনা দিতে এসে কামরুন্নাহার বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
২৮ জুলাই বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার বেগম মতলব দক্ষিণ উপজেলার পদুয়া গ্রামের মো. আব্দুর সাত্তারের স্ত্রী।
কামরুন্নাহার বেগমের স্বামী আব্দুর সাত্তার জানান, তার স্ত্রী কয়েকদিন ধরে জ্বর, সর্দি কাশিতে ভুগছিলেন। তাই তার করোনা টেস্টের জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
এ ব্যাপারে সত্যত্যা স্বীকার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ জানান, কামরুন্নাহার বেগম প্রচন্ড জ্বর, সর্দি ও কাশি নিয়ে বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন। তিনি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। অনেক দিন যাবৎ সংকটাপন্ন অবস্থায় থাকায় তিনি নমুনা দিতে এসে হাসপাতালে মারা যান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৮ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur