‘হাসপাতালে এসে রোগীরা যেন সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে ফিরতে পারে’
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, আমি স্বপ্ন দেখার মানুষ, আবার কাজের মানুষও। শুধু স্বপ্ন দেখলেই হবে না, বাস্তবে তা বাস্তবায়ন করতে হবে। এই হাসপাতাল ও মেডিকেল কলেজকে ঘিরে আমার অনেক পরিকল্পনা আছে। আপনাদের যেসব জায়গায় সমস্যা আছে, সেগুলো লিখিতভাবে আমাকে জানান। আমি চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে সমাধানের ব্যবস্থা নিতে।
তিনি আরও বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা হাসপাতাল এই জেলার স্বাস্থ্যসেবার প্রধান ভরসা। এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে জেলার মানুষ উপকৃত হবে। আমি বিশ্বাস করি, হাসপাতাল হাসলে চাঁদপুর হাসবে। এখানে আসা একজন রোগী যেন সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরতে পারে, সেটাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।
জেলা প্রশাসক হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা, চিকিৎসক-নার্সদের সমন্বয় এবং ব্যবস্থাপনায় শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বলেন, সেবার মান বাড়াতে শুধু অবকাঠামো নয়, আন্তরিকতা ও দায়বদ্ধতাও দরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খিমাদ্রি খীশা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন্নাহার, সিভিল সার্জন ডা. নুর আলম দ্বীন, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ এবং চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (অর্থো) ডা. শাহাদাৎ হোসেন, ডা. আনিসুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আব্দুল আজিজ মিয়া, কনসালটেন্ট ডা. আসিফ ইকবাল, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. নুরে আলম মজুমদারসহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চাঁদপুর মেডিকেল কলেজের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষানবিশ চিকিৎসকরা।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক হাসপাতালের শিশু ওয়ার্ড, কেবিন ও পেইং ব্লকসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের রান্নাঘর এবং চাঁদপুর মেডিকেল কলেজও পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৮ জানুয়ারি ২০২৬