রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রোগী ও নিহতদের সংখ্যা ও নামের তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে এ তালিকা।
পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীর ৬টি হাসপাতালে মোট ২৯ জন নিহত এবং ৫৭ জন দগ্ধ হয়ে ভর্তি আছেন। এর মধ্যে : জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: এখানে ৪৫ জন ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ১১ জন মারা গেছেন।
সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH): ১১ জন ভর্তি হলেও এখানে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ১৫ জন।
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ১ জন ভর্তি হয়েছিলেন, তবে কেউ মারা যাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: এখানে কেউ ভর্তি হননি, তবে ১ জনের মৃত্যু হয়েছে। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: এ হাসপাতালে কেউ ভর্তি হননি কিন্তু ১ জন (অজ্ঞাত) মারা গেছেন।
ইউনাইটেড হাসপাতাল লিমিটেড:এখানেও কেউ ভর্তি হননি, তবে ১ জনকে মৃত দেখানো হয়েছে।
এর আগে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত শিক্ষার্থীসহ নিহত ২৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীসহ চিকিৎসাধীন আছেন ৬৯ জন। এর মধ্যে আইসিইউতে ১২ জন। পরিচয় মেলেনি ৬টি লাশের।
২৪ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur