চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে রোববার (১৬ অক্টেবর) দুপুর ১ টায় প্রবাসীর স্ত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেয়ার সময় হাতেনাতে নারী ‘ছিনতাইকারীকে’ আটক করেছে রোগীরা।
অভিযুক্ত নারী চাঁদপুর সদরের সফরমালী এলাকার খান বাড়ির পেয়ারা বেগম।
বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে, উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম মন্ডল ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর বালিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড খান বাড়ির প্রবাসী আইয়ুব খানের স্ত্রী সেলিনা আক্তার জানায়, ‘ছেলে ওমর খানকে নিয়ে দন্ত চিকিৎসকের কাছে যাওয়ার জন্য হাসপাতালের টিকেট কাউন্টারে সকলের সাথে দাঁড়ান। এসময় পেছন থেকে অভিযুক্ত পেয়ারা বেগম গলায় থাকা ১০ আনি ওজনের স্বর্ণের চেইন টান দেয়। তিনি বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে পাশ্ববর্তী রোগীরাসহ তাকে দৌড়ে গিয়ে আটকাতে সক্ষম হই।
এ ব্যপারে উপ-পরিদর্শক মাহবুব আলম মন্ডল চাঁদপুর টাইমসকে জানায়, ‘অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় সে জড়িত আছে কি না তদন্ত করে বিষয়টি নিশ্চিত হলে ব্যবস্থা নেয়া হবে।’
: আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur