হাসপাতালের সামনে অবৈধ পার্কিং, ৪টি অ্যাম্বুলেন্সকে জরিমানা
চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকারের নির্দেশে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাসপাতালের সামনে অবৈধভাবে পার্কিং করা ৪টি অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ পার্কিংয়ের দায়ে ৪টি পৃথক মামলায় সংশ্লিষ্ট ৪টি অ্যাম্বুলেন্সকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর আগে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালক ও মালিকদের একাধিকবার সতর্ক করা হলেও তারা তা অমান্য করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চাঁদপুর-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এবং দিপংকর বাড়ৈ। চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনদুর্ভোগ কমানো ও হাসপাতালের জরুরি সেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২৪ জানুয়ারি ২০২৬