কথায় বলে দুষ্ট ছাগলের হাত থেতে ক্ষেতের ফসল বাঁচাতে কৃষক ক্ষেতের চারপাশে বেড়া দেয়। কিন্তু সে বেড়া যখন ক্ষেত খায়! তখন বিষয়টা কেমন দাড়ায়?
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে বেড়ায় ক্ষেত খাওয়ার মতো ঘটনা ঘটেছে।
হাসপাতালের প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের একটি থেরাপি মেশিন পাচারকালে জনতার হাতে ক্যাশ সরকার হারুনকে আটক করা হয়।
এ ঘটনাটি মোটা অংকের অর্থের বিনিময় ঘটনা ধামাচাপা দিয়েছেন খোদ হাসাপতালের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা।
হাসপতালের একাধিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সরকারি জেনারেল হাসপাতালের স্টোর কিপার আবুল বাশারের সহযোগিতায় ক্যাশ সরকার হারুন একটি উন্নত প্রযুক্তির থেরাপি মেশিন পাচার করার চেষ্টা করে। এসময় হাসপাতালে আসা বিভিন্ন রোগীর আত্মীয়-স্বজনরা বিষয়টি টের পেয়ে হারুনকে হাতে নাতে আটক করে। পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতালের ঊর্ধ্বতন ক’জন কর্মকর্তা মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে বলে জানা গেছে।
এ বিষয়ে হাসাপাতালের হিসাব রক্ষক মো. সফিউল্যাহ’র সাথে মুঠোফোনে কথা হলে সে জানায়, ‘এটা আসলে তেমন কোনো ঘটনা নায়, মেশিনটির হাসপাতালের জন্য আনা হয়েয়েছ, একটি কাজ এখানো চলমান রয়েছে। মেশিনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুজিয়ে দেয়া হয়নি।’
৪ লাখ টাকা মূল্যের এ মেশিনের ঘটনাটি ১ লাখ টাকায় রফাদফার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটির মূল্য ৪ লাখ টাকা নয়, মাত্র ১৬ হাজার টাকা।’