নারী

হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন ব্লক থেকে চার নারী পকেটমার আটক

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৩:০৩ অপরাহ্ণ, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন ব্লক থেকে চার নারী পকেটমারকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

তারা হলেন- আয়েশা বেগম (২৫), রাবেয়া (৩০), জুয়েনা (২৫) ও নাজমা আক্তার (২৬) ওরফে নাসিমা। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামে।

আটকদের মধ্যে তিনজনের সঙ্গে শিশু রয়েছে।

ঢামেক হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার (পিমি) রাজন কুমার বিশ্বাস ও অপর পিসি ওলিউল্লাহ জানান, মেডিসিন ব্লক এলাকায় এক রোগীর ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা নেওয়ার সময় তাদের আটক করা হয়। এর মধ্যে দু’জনকে আগেও আটক করা হয়েছিল।

আটক চারজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।

তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতালে এসেছেন বলে জানান আটক চার নারী।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share