স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘হাসপাতালের পরিবেশ যদি নোংরা হয় তবে রোগীরা এখানে কি করে সুস্থ্য হবে। তাই হাসপাতালের পুরো পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাল সোমবার (২ জানুয়ারি) সকালে পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন।
তথ্য কেন্দ্র পদির্শনকালে তিনি বলেন, হাসপাতালের তথ্য কেন্দ্র থাকবে মূল ভবনের প্রবেশ মুখে, অথচ এটি দ্বিতীয় তলায়। তথ্য কেন্দ্রে যদি তথ্য না থাকে তবে মানুষ এখন থেকে কি সেবা নিবে। একটি তথ্য কেন্দ্রে এই হাসপাতালের সকল তথ্য থাকতে হবে।
তিনি আরো বলেন, আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে গরিব মানুষরাই চিচিৎসা সেবা নিতে আসে। চাঁদপুরের বড় রোগীরা সরকারি হাসপালে চিকিৎসা নিতে আসে না। তারা লঞ্চে করে ঢাকা চলে যায়। কাজেই তাদের কথা আমাদের বিবেচনায় রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. আব্দুল হাই, জেলা সিভিল সার্জন ডা. মো. সাইফুর রহমান, বিএমএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুর নবী মাসুমসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
প্রতিবেদক-আশিকবিন রহিম
।। আপডটে, বাংলাদশে সময় ১০: ১৮ পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur