Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / হাসপাতাল থেকে পালানো রোগীর করোনা নেগেটিভ, ফুফু পজিটিভ
হাসপাতাল

হাসপাতাল থেকে পালানো রোগীর করোনা নেগেটিভ, ফুফু পজিটিভ

ভারতের করোনা ভ্যারিয়েন্ট নিয়ে যশোর হাসপাতাল থেকে পালানোর ৬ দিন পর ইউনুস আলীকে চাঁদপুরের বিপনীবাগ এলাকা থেকে উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। তিনি ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর গ্রামের বাসিন্দা।

২০ মে বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার জন্য তার ও পরিবারের সদস্যদের নমুনা আবারো সংগ্রহ করা হয়। এরমধ্যে ইউনুস গাজীসহ বাকিদের রিপোর্ট নেগেটিভ আসলেও তার ফুফুর রিপোর্ট পজেটিভ আসে।

বর্তমানে তারা সবাই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম।

১৯ মে বুধবার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এস. আই আনোয়ার হোসেন ও এ. এস. আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুরের বিপনীবাগ এলাকায় অভিযান চালিয়ে ইউনুস গাজীকে আটক করে। এ সময় ইউনুস গাজীকে উদ্ধার কালে সঙ্গে থাকা তার মা, ফুফু ও ফুফাতো বোনকেও সাথে এনে পুলিশ পাহারায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

জানা যায়, গত ১৩ মে যশোর হাসপাতাল থেকে ভারত ফেরত ভারতের করোন ভ্যারিয়েন্টে আক্রান্ত ফরিদগঞ্জের ইউনুছ আলী পালিয়ে যায়। ইউনুস পালিয়ে যাওয়ার পর থেকে তাকে অনেক খোঁজা খুঁজি করার পর পরি শেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে তাদের নমুনা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে হাজেরা খাতুনের রিপোর্ট পজেটিভ এসেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, তাকে ও পরিবারের সদস্যদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। এদের মধ্যে একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নমুনাটি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছি। এটি ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট বহনকারী কি-না তা নিশ্চিত হওয়ার জন্য।

প্রতিবেদক:শিমুল হাছান,২১মে ২০২১