Home / সারাদেশ / দ্বিতীয় ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ শুরু
Ec

দ্বিতীয় ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ শুরু

দ্বিতীয় ধাপে ১৪০ উপজেলায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। নির্বাচন কমিশনের এ হালনাগাদ কার্যক্রম চলবে অক্টোবর পর্যন্ত। এ ধাপে রাজধানীর তিনটি এলাকা উত্তরা,মতিঝিল ও রমনায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে ইসি জানায়।

এর আগে, গত ২০ মে প্রথম ধাপে ১৪০টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। শেষ হবে ২০ নভেম্বর।

ইসি জানান, এবারের হালনাগাদ কার্যক্রমে ভোটার বৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ ধরে ৮৪ লাখ ৯৬ হাজার ৫২৬ জন ব্যক্তিকে হালনাগাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে ইসি। গতবারের মতো এবারও তিন বছরের তথ্য একসঙ্গে নেয়া হচ্ছে।

এক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে যাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে,তখন তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল ২০১৯ সালে। সে সময় ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন,তাদের তথ্য নেয়া হয়েছিল। সে সময়ও তিন বছরের তথ্য একসঙ্গে নেয়া হয়েছিল।

১৩ জুন ২০২২
এজি