শাহরাস্তি উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৬.২৮ ভাগ, আর আলিম পরীক্ষায় ৯০.৯১ ভাগ। এই উপজেলার ৬টি কলেজ হতে ১৩৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১৬৩ জন উত্তীর্ণ এবং ১৮৫ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়। এবারের পরীক্ষায় সূচিপাড়া ডিগ্রি কলেজ থেকে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে। এছাড়া শাহরাস্তি উপজেলার ১০টি মাদ্রাসা থেকে ২৩১জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে ২১০জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ২১ জন শিক্ষার্থী।
শাহরাস্তিতে পাসের হার এবারের আলিম পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
চিতোষী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি বিএম পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। বিএম পরীক্ষার ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শাহরাস্তিতে এইচএসসি মাদ্রাসা আলীম সমমান পরীক্ষায় পাশের হার গড় ৯০.৯১, এতে ১০টি মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৩১ জন। এতে কৃতকার্য ২ শ ১০ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ – ৫ পায় ৭ জন। পাশের হার গড় ৯০.৯১ ভাগ।এতে অকৃতকার্য হয় ২১ জন শিক্ষার্থী। এবারের ফলাফলে ২টি মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করে চমক দেখায়। যার মধ্যে রাগৈ ইসলামিয়া আলীম মাদ্রাসার ২৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়, যার মধ্যে জিপিএ-৫, পায় ১জন।
আহম্মদনগর আ: আজিজ আলিম মাদ্রাসার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়, যার মধ্যে জিপিএ-৫, পায় ২ জন।
নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১২ জন। পাশের হার শতকরা ৭৫%। চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩৮ জন, পাশের হার ৯৫ ভাগ। পরানপুর ফাজিল মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১ ৫ জন, পাশের হার ৯৩.৭৫ ভাগ।
রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১০ জন পাশের হার ৬২.৫০ ভাগ। গাউছিয়া হাশেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ২১ জন, যার মধ্যে জিপিএ-৫, পায় ০২জন, পাশের হার শতকরা ৯৫.৪৬। ভোলদীঘি কামিল মাদ্রাসার ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৪০ জন, পাশের গড় ৯৭.৫৬ ভাগ।
শাহরান্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১২ জন, পাশের গড় ৭০.৫৯ ভাগ। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা আলিম মাদ্রাসার ১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১জন, পাশের গড় ৯১.৫৭ ভাগ। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলী আশ্রাফ খান জানান, এবারের এইচএসসি পরীক্ষা সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত।
মো.জামাল হোসেন
১৬ অক্টোবর ২০২৪
এজি