বিশ্ব হার্ট দিবসে সাইকেল চালালেন কুমিল্লাজেলা প্রশাসক। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লা সাইক্লিস্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় বাইসাইকেল র্যালি। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের মোঃ কামরুল হাসান। অনুষ্ঠিত র্যালিটির শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর উদ্যানের বঙ্গবন্ধু মুর্যালের সামনে গিয়ে শেষ হয়৷
এর আগে শোভাযাত্রা, বাইসাইকেল র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয় বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে বুধবার দুপুরে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
‘নিজের হার্ট সুস্থ রাখুন, সবার সাথে যুক্ত থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।
পরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমানসহ অনেকে। অনুষ্ঠানে সভাপত্বি করেন হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোয়।
প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল,২৯ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur