হামাস-ইসরায়েল সমঝোতার দ্বারপ্রান্তে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় টানা ৪৬ দিনের মতো যুদ্ধ চলছে। এতে গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারেরও বেশি। হামাসের প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে মঙ্গলবার বলেছেন, ‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির দ্বারপ্রান্তে হামাস।’

ইসমাইল হানিয়া রয়টার্সকে তার মিত্র দিয়ে একটি বিবৃতি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছেন হামাস যোদ্ধারা। কর্মকর্তারা কাতারি মধ্যস্থতাকারীদের তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছে। তবে সম্ভাব্য এ চুক্তির শর্ত নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তার বিশ্বাস একটি চুক্তি প্রায় কাছাকাছি। চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগে থেকে এ বিষয়ে অনেকখানি এগিয়েছি।’

২১ নভেম্বর ২০২৩
এজি

Share