Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ইউপি সদস্যের সামনে নারীর ওপর হামলা
হামলা

হাজীগঞ্জে ইউপি সদস্যের সামনে নারীর ওপর হামলা

হাজীগঞ্জে এক ইউপি সদস্যের সামনে নারীর ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। ২ অক্টোবর শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের অলিপুর গগন বাড়িতে ঘটে।

জানা যায়,গগন বাড়ির আবুল ফজলের ছেলে শাহাদাৎ হোসেনকে খুজতে বাড়িতে যায় একই গ্রামের মীর বাড়ির আনোয়ার হোসেনসহ ৫/৬ জন লোক। সাথে ওই ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন উপস্থিত ছিলে। ঘরে সামনে গিয়ে রহিমা বেগমকে বলেন, আপনার ছেলে শাহাদাত কোথায়,সে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে।

রহিমা বেগম বলেন, কে আপনারা আমার ছেলে বাড়ীতে নাই,এ কথা শুনার পর প্রতিপক্ষের লোকজন বসতঘরে হামলা চালালে রহিমা বেগম এগিয়ে আসেন। এক পর্যায় তারা রহিমা বেগমের মূখে,মাথায় ও পিঠে আঘাত করেন। রহিমা বেগমের রক্তমাখা চেহারার দেখে শাহাদাতের ভাই সাদ্দাম এগিয়ে আসলে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

এ সময় ইউপি সদস্য দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরে বাড়ির লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

রহিমা বেগমের বড় ছেলের বউ রিপা বেগম বলেন, আমরা কিছু বুঝে উঠার আগে তারা আমার শাশুড়ী ও ছোট দেবরকে মারধর শুরু করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য সামনে উপস্থিত ছিলেন,কিন্তু তাদেরকে বাধাঁ দেয়নি।

এ বিষয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন,মীর বাড়ীর লোকজন তাদের মেয়েকে খুজতে আমাকে নিয়ে গগন বাড়ীতে যায়। সেখানে হাতাহাতির ঘটনা ঘটলে আমি ছুটাতে গিয়ে নিজেও আহত হয়েছি।

জহিরুল ইসলাম জয়, ২ অক্টোবর ২০২১
এজি