Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
matlob

নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

মতলব দক্ষিণ উপজেলায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুস সালাম মৃধার ওপর আজ সোমবার দুপুরে হামলা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় লোকজন বলেন, চেয়ারম্যানের বাড়ি উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামে। সম্প্রতি ওই গ্রামে অনুষ্ঠিত একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁর গ্রামের লোকজনের সঙ্গে পাশের ঘিলাতলী, ভানুরপাড় ও নারায়ণপুর গ্রামের কতিপয় লোকজনের সঙ্গে বিবাদ বাধে। এ নিয়ে ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

বিষয়টি তিনি পুলিশকে জানালে ঘিলাতলী, ভানুরপাড় ও নারায়ণপুর এলাকার কিছু লোক তাঁর ওপর ক্ষিপ্ত হন। এ ছাড়া নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় মো.সুমন নামের এক তরুণ ও তাঁর কতিপয় সহযোগী দীর্ঘদিন ধরে মাদক সেবন করছেন। মাঝে মধ্যে গ্রামে যাওয়ার পথে বিষয়টি তাঁর নজরে পড়ে এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশকে একাধিকবার অনুরোধ জানিয়েছেন।

এতে সুমন ও তাঁর সহযোগীরাও তাঁর ওপর ক্ষুব্ধ হন। সুমন ও তাঁর লোকজনের সঙ্গে যুক্ত হন ঘিলাতলী, ভানুরপাড় ও নারায়ণপুর গ্রামের কিছু লোক। আজ দুপুর দুইটায় মোটরসাইকেলে করে নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে বাড়ি যাওয়ার পথে সুমন ও কতিপয় দুর্বৃত্ত তাঁর পথরোধ করেন। এরপর গাড়ি থামিয়ে তাঁকে এলোপাথারি কিল ও ঘুষি মারতে থাকেন।
এতে তাঁর মুখ, পিঠ ও নাকসহ শরীরের কিছু অংশ রক্তাক্ত জখম হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে নারায়ণপুর বাজারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করেন স্থানীয় লোকজন।

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর সেখানে ফোর্স পাঠানো হয়েছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক