চাঁদপুরের ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। এই নিয়ে এলাকাতে থমথমে অবস্থা বিরাজ করছে। আহত দুই জনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদুর্গাপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সামনে আকবর পাটওয়ারী, আতিক পাটওয়ারীর, ইদ্রিস পাটওয়ারী ওরফে (মিষ্টার), নাছির পাটওয়ারীর সাথে একই বাড়ির মাহফুজ পাটওয়ারী, আনোয়ার হোসেন টিটু পাটওয়ারী উপরে হামলা করেছে বলে স্থানীয় লোকজন জানান।
এতে মাহফুজ পাটওয়ারী (৪৫) ও আনোয়ার পাটওয়ারী (৪০) গুরুতর আহত হয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরন করেন।
ঘটনার বিবরণে জানাযায়, ইদ্রিস ওরপে মিষ্টার পাটওয়ারীকে নিয়ে মাহফুজ পাওয়ারী ঠাট্রা করলে উভয়ের মাঝে বাকবিতন্ডা এবং পরে হাতাহাতি হয়।
এ সময় গত সোমবার মিষ্টার একই বাড়ির আবুল হোসেন বাবুল পাটওয়ারীর নিকট বিচার দেন। বাবুল পাটওয়ারী বিষয়টি সমাধান করবে বলে আশ্বাস প্রদান করেন। কিন্তু মিষ্টার মাহফুজ পাওয়ারীকে আবারও গালমন্দ করায় মাহফুজ ও আনোয়ার হোসেন টিটুসহ মঙ্গলবার দুপুরে বাবুল পাটওয়ারীর কাছে আবারও বিচার দাবি করেন।
বিচার চেয়ে বাড়ি থেকে বের হলে ইদ্রিস হোসেন মিষ্টার, আতিক হোসেন , আকবর হোসেন, নাছির পাটওয়ারী ও রাছেল হোসেন ক্ষিপ্ত হয়ে হামলা করে। এসময় মাহফুজ ও আনোয়ার হোসেন টিটু গুরুতর আহত হন।
হামলার স্বীকার মাহফুজ পাটওয়ারী বলেন, ইদ্রিস হোসেন মিষ্টারের সাথে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে মিষ্টার অকথ্য ভাষায় গালমন্দ শুরু করলে বিষয়টি নিয়ে আমাদের বাড়ির বাবুল পাটওয়ারীর নিকট অভিয়োগ করি। আমাদের আশার উপস্থিতি জানতে পেরে তারা রাস্তার উপর ক্ষিপ্ত হয়ে দা, চেনা ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে।
এ বিষয়ে আকবর হোসেন পাটওয়ারী বলেন, আমার ভাইকে প্রায় সময়ই তারা উত্যক্ত করে থাকে। গত সোমবার একই কায়দায় তাকে উত্যক্ত করে এবং উল্টো আমার ভাই মিষ্টারকে মারধর করে। এ বিষয়ে বাবুল পাটওয়ারীর কাছে অভিযোগ করলে তিনি কালক্ষেপন করেন।
ঘটনার বিষয়ে আতিক হোসেন জানান, আমি ঘটনাস্থলে ছিলাম কিন্তু আমি মারামারি করিনি। মারামারি না করলে তারা জখম হলো কি করে ? প্রশ্নের জবাবে তিনি নিরব থাকেন।
এ বিষয়ে আবুল হোসেন বাবুল পাটওয়ারী জানান, আমার কাছে সোমবার অভিযোগ করে বিচার চায়। আমি সোমবারে সময় না পাওয়ায় পুনরায় মঙ্গলবারে আনোয়ার হোসেন (টিপু) ও মাহফুজ পাটওয়ারী বিচার চাইতে আসলে আমি আকবরকে ডেকে পরে বিচার করবো বলে জানিয়ে দিয়ে নামাজ পড়তে চলে যাই। কিছুক্ষন পরেই চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখতে পাই মাহফুজ ও আনোয়ার হোসেন (টিপু) আহত হয়ে আছে। তুচ্ছ এ সামান্য ঘটনায় একই বাড়ির রক্তের সম্র্পকের লোকজনের মধ্যে এত বড় রক্তাক্ত সংঘাত অবাক করার মতো। কাহারই ধৈযর্য ছিল না । তারপরেও আমি মীমাংসা করার প্রত্যাশা ব্যাক্ত করছি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১০ আগস্ট ২০২১