Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘গ্রেনেড হামলাকারীদের বিচার বাংলার জমিনেই হবে’
হামলাকারীদের

‘গ্রেনেড হামলাকারীদের বিচার বাংলার জমিনেই হবে’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের বিচার বাংলার জমিনেই হবে। এ ঘটনার সাথে জড়িত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাহলেই যারা গ্রেনেড হামলায় নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি পাবে।’

মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ২১ আগস্ট দুপুরে মতলব সেতুর দক্ষিণ পার্শ্বে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলার মাটিতে বিএনপি-জামায়াতের কোন ঠাই নেই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই দিন তারা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার চাই। ঐ গ্রেনেড হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাইমচরের আঃ কুদ্দুছও নিহত হয়েছেন।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সদস্য বাবু নির্মল গোস্বামী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন- মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবলীগের যুগ্মা আহ্বায়ক দেওয়ান মো: পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও মতলব পৌরসভার কাউন্সিলর পিন্টু সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ফেরদাউস আলম।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন,মোবাশ্বের চৌধুরী, সালেহ মোঃ টুটুল, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী, আঃ আল সায়েম, উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিসান মাহমুদ, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল রুহুল, উপজেলা আওয়ামী লীগ নেতা এম.এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, আবুল কাশেম পাটওয়ারী, তাফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রহমত উল্লা চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মুন্না, মানবাধিকার বিষয়ক সম্পাদক সিহাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খান, সাধারণ সম্পাদক আঃ মতিন মেম্বার, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টার, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, জেলা ছাত্রলীগের নেতা রিয়াদুল আলম রিয়াদ, মতলব পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কালাম ফরাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা পারভেজ, বশির আহমেদ, ডা. কিশোর কুমার পাল, ওসমান গনি, রাজন মিয়া, ইব্রাহিম, রনজিত সরকার, শ্রমিক লীগ নেতা জালাল উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে নেতৃবৃন্দরা চাঁদপুরের হাইমচরের আঃ কুদ্দুসের কবর জিয়াতর করেন। এছাড়াও নেতৃবৃন্দরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক