চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুরান বাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়। দুপুরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
তিনি বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন। আজকে এই দিনটিকে শিক্ষার্থীরা উৎসবের মত পালন করে। আমরাও ছেলেবেলায় এই দিনটির জন্য মুখিয়ে থাকতাম। তোমরা যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছো তাদের সকলের প্রতি আমার অভিবাদন রইল।
তিনি বলেন, আমরা মানব জাতি হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করি। এরপর আমাদের সত্যকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হয়। মানুষ হিসেবে আমাদের গড়ে তোলে বিদ্যালয়। শিক্ষার্থীদের মানুষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বিদ্যালয়ের শিক্ষক। তাই শিক্ষকরা এই পেশাকে সম্মানের সাথে নিবেন। আর বাবা মা তার সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন শিক্ষার্থীর প্রয়োজন রয়েছে, তেমনি ভালো শিক্ষকের প্রয়োজন আছে। ভালো শিক্ষক না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়। এই বিদ্যালয়টি চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত। তাই এখানে পৌরসভার পক্ষ থেকে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তা পালনে আমরা সচেষ্ট আছি। বিদ্যালয়ের সম্পত্তি যেন বেদখল না হয় তার জন্য কাজ চলছে। বিদ্যালয়ের আয়ের উৎস তৈরি করতে হবে। প্রয়োজনে আমরা বেদখল হওয়া সম্পত্তিতে দোকান তৈরি করে তা ভাড়া দিব। এজন্য এলাকাবাসী সহযোগিতা কামনা করছি। নতুন ভবন করার পরিকল্পনা রয়েছে। যদি আমি থাকি, তবে কাজটা শুরু করে যাব। আর না থাকলেও পরিকল্পনা দিয়ে যাব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা নার্গিসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা আমাদের আবুল কালাম ভূঁইয়া। দুই পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর শিক্ষা কর্মকর্তা শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, পীর মহাসিন উদ্দিন ওরবালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা রওশনারা বেগম, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সহ সভাপতি মনোরঞ্জন সূত্রধর, নুরুল ইসলাম চৌধুরী, দাদন মিয়া, আলমগীর হোসেন মিয়াজী, নকিবুল ইসলাম চৌধুরী, মেন্টর শামীম হাসান জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক রুবেল হোসেন, মাও. মোজাম্মেল মিয়াজী. মোঃ রেজাউল হক শিমুল মিয়াজী সদস্য শামীম হাসান জুয়েল চৌধুরী, কামরুল ইসলাম সোহেল, বিশ্বনাথ দাস, মোঃ মহসিন বেপারী, উত্তম কুমার গোস্বামী।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুক। এসময় বিদ্যালয়ের শিক্ষক মো. ইকরামুল হক, মো.সফিকুর রহমান, মহসীন গাজীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৬ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur