দৈনিক চাঁদপুরজমিনের আয়োজনে চাঁদপুর সদর বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে শুক্রবার (২৩ জুন) বিকেলে আলোচনা, দোয়া, ইফতার ও এতিম হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।
দেশ বরণ্য গীতিকার কবির বকুলের সভাপতিতে ও পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটা. মো. রোকনুজ্জামান রোকন ও ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের যৌথ সঞ্চালনায় ¡ বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, বাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার রোটারী ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. আলী আশ্বাদ দেওয়ান।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাগাদী আহ্মাদিয়া ফাযিল মাদ্রাসার হেড মৌলবী মাওলানা আবু বকর সিদ্দিক, প্রাক্তন সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. ওয়াজি উল্যাহ, নানুপুর পানা উল্যাহ মিয়াজী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল কালাজ আজাদ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো. সাইফুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করে মো. ওয়ালী উল্যাহ ওলি।
এতে বিশিষ্ট ব্যবসায়ী মুকুল খান, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, রোটারী ক্লাব অব চাঁদপুরের সাবেক সবাপতি রোটা. অধ্যাপক জাকির হোসেন, বর্তমান সম্পাদক রোটা. নাছির উদ্দিন খান, জয়েন্ট সেক্রেটারী শাহেল হক মোর্শেদ, রোটা. মো. খোরশেদ আলম কাঞ্চন, রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম, পরিচালক ক্লাব এডমিন পলাশ মজুমদার, পরিচালক (সদস্য) মো. মোস্তফা, বুলেটিন সম্পাদক রোটা. রাশেদ শাহরিয়ার পলাশ, সার্জে. এট আর্মস রোটা. উজ্জল হোসাইন, রোটা. মাহবুবুর রহমান সুমন, রোটা. রফিকুল ইসলাম, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু সায়েম, দি চাঁদপুর মাল্টিপারসপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি অহিদুর রহমান খান উৎপল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দর আলী মিয়াজী, জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহুল আমিন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার হাইমচর অফিস ইনচার্জ ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মাহবুবুল আলম বাশার, পত্রিকার সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, মফস্বল সম্পাদক এমএম. কামাল, বিশেষ প্রতিনিধি মনির হোসেন সজীব, স্টাফ রিপোর্টার বাবু আলম, পারভেজ রহমান গাজী মো. ইমাম হাসান, সংবাদদাতা ফয়সাল হোসেন প্রমূখ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৫৫ পিএম, ২৩ জুন ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur