Home / আন্তর্জাতিক / সৌদি আরবে তারাবীহ পড়ান যে সকল বাংলাদেশি হাফেজগণ
বাংলাদেশী হাফেজরা -----

সৌদি আরবে তারাবীহ পড়ান যে সকল বাংলাদেশি হাফেজগণ

দেশের সীমানা পেড়িয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের হাফেজদের বেশ সুনাম রয়েছে,আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে বাংলাদেশি হাফেজগণ বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন।

কুরআন নাজিলের মাস এ রমজান মাসেও বাংলাদেশি হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবী পড়িয়ে কুরআনের সুরে মুগ্ধ করছেন বিশ্ববাসীকে।

এরমধ্যে এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের স্বনামধন্য মসজিদে যারা তারাবী পড়াচ্ছেন তাদের মধ্যে হাফেজ আহমাদ ইউশা, মাও.হামীমুল ইসলাম,হাফেজ শাহাদাতুল্লাহ ফয়েজি,শায়েখ শাহাদাত আল মাহদী,শেখ ত্বহা সহ আরও অনেক বাংলাদেশের তরুণ কুরআনের হাফেজরা আন্তর্জাতিক অঙ্গনে কুরআনের সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন।

সাগর চেীধুরী
১১ মার্চ ২০২৫
এজি