চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের হাপানীয়া গ্রামের সামাজিক সংগঠন হাপানীয়া যুব সংঘ-এর উদ্যোগে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়লার ঝুড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে ইউনিয়নের হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয় ও মানজুরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় যুব সংঘের সদস্যরা শিক্ষকদের হাতে ঝুড়ি তুলে দেন।
অনুষ্ঠানে শিক্ষকরা বলেন “শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হয়, তবে তারাই একদিন বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে। “পরিচ্ছন্নতার জন্য এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করবে।”
“আমরা নিজেরা যদি শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে গোটা জাতিকে সুন্দর সমাজ উপহার দিতে পারব। যুবকরাই পারবে বিশ্বকে পরিবর্তন করতে, তাদের আছে অদম্য সাহস। হাপানীয়া যুব সংঘ শিক্ষা প্রতিষ্ঠানে ময়লার ঝুড়ি প্রদান করে গ্রামের ভিতরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”
হাপানীয়া যুব সংঘের যুগ্ম সদস্য সচিব ইউসুফ আলী খান বলেন “গ্রামের তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে হাপানিয়া যুব সংঘ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে খেলাধুলার উপকরণ প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সমাজে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন, হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, হাপানিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান (সোহাগ), এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, হাপানীয়া যুব সংঘের সদস্য মো.ওবায়দুল্লাহ খান বাবু, মো: মাহফুজুর রহমান, মো:ইউনুস খান, মো. আশরাফুল মজুমদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৫ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur