চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর আওয়ামী লীগের বর্ধিত সভা বুধবার বিকেল ৪টায় হরিণা ফেরীঘাটের বিআইডব্লিউটিএ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে প্রার্থী বাছাইয়ে ইউনিয়নের তৃণমূল নেতাদের ও মাঠের চাহিদাকে গুরুত্ব দিয়ে দলের প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন। তাই আজকের এই বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনের আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচনের জন্য আমরা আপনাদের মতামত নিতে এসসেছি। বর্ধিত সভার আপনাদের মতামতের ভিত্তিতে এ ইউনিয়নের দলীয় প্রার্থীদের নাম নেয়া হয়েছে।
হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবু ছৈয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বাদল। সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল, সহ-প্রচার সম্পাদক, মনির হোসেন গাজি, সদস্য বেলায়েত হোসেন বাবু।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন চান্দ্র ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী সাইদুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক খান জাহান আলী কালু পাটোয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়ন আ’লীগ সভাপতি হযরত আলী বেপারী।
আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি ছাত্তার রাঢ়ী, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হোসেন টিটু গাজী, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, ছাত্রলীগ আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শামছুল হক, তরুণলীগ সভাপতি আমজাদ খানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এসময় ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৭জনে নাম প্রস্তাব করেন।
এরা হলেন, ইউনিয়ন আ’লীগস সভাপতি মো. হাবিবুর রহমান হাবু ছৈয়াল, সাধারণ সম্পাদক মুকবুল মিয়াজী, সহ-সভাপতি হাজি আব্দুর ছাত্তার রাঢ়ি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হোসেন টিটু গাজি, যুবলীগ নেতা শাহাদাত হাওলাদার, আমজাদ মোল্লা।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
: আপডেট ১০:৪৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার
ডিএইচ