চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে। ১৮ মে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের ৪০০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার রাঢ়ী উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সমাজিক দুরত্ব বজায় রেখে এ চাউল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, মেম্বার হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন, বারেক হোসন, খোরশিদা বেগম, রাশিদা বেগম,
সহ অন্যরা।
ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দুর্যোগ কালিন সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গরীব ও অসহায়দের নানাভাবে খাদ্য সহায়তা দিয়েচ্ছে। তারই অংশ হিসেবে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপজেলা থেকে ৩ টন এবং এমপি মহোদয়ের বরাদ্দ থেকে ১ টন মিলিয়ে মোট ৪ টন চাউলের খাদ্য সহায়তা পেয়েছি। যা ইউনিয়নের ৪০০ সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে বন্টন করে দেয়া হয়েছে।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৮ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur