পদ্মা-মেঘনায় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত খাদ্য সহায়তা হিসেবে সদর উপজেলার হানারচর ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ি উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ইউনিয়নের ১ হাজার ৯শ’ ৩৬ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। সকাল ৯ টা থেকে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরন করা হয়।
এসময় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সচিব ফজলুল হক গাজী, মৎস্য প্রতিনিধি তসলিম বেপারী, প্যানেল চেয়ারম্যন হারুনুর রশিদ খান, আবুল বাশার, দেলু বেপারী, আবুল কালাম কালু, কাদির মিজি, আবুল খায়ের ছৈয়াল, আব্দুল হালিম বেপারী, বারেক তালুকদার, রাশিদা বেগম, খুরশিদা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২২ মার্চ ২০২৩