চাঁদপুর সদর

হানারচরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ করা হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল ১১ টায় চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদের মাঠে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রথম অধিবেশন শুরু হয়।

২য় অধিবেশনে ১৩ নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের ২৪৪ জন ভোটার নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে বলে তাদের মতামত ব্যক্ত করেন। ব্যানার, পোষ্টার, বিলবোর্ডসহ নানান ভাবে জানান দিতে প্রদ-প্রত্যাশী নেতারা প্রচার- প্রচারনা করেছেন।

বিকেলে প্রথম অধিবেশনের শুরুতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা বিশাল মিছিল নিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন মাঠে যোগ দেন।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ১৩ নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। এই সংগঠনের কোনো জামাত-শিবির থাকতে পারেনা। ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে যারা আসবে তাদেরকে সবাই সমর্থন করে আগামী পথচলা আরও ভেগবান করতে হবে। কমিটিতে যাতে কোন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। উদ্বোধকেরর বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।

ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত হাজী আঃ ছাত্তার রাড়ীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন কুমার দে’র পরিচালনায় আরও বক্তব্য রাখেন

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল পাটওয়ারী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোক্তার মিজি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ শেখ প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবু ছৈয়াল, হাজী আঃ ছাত্তার রাড়ী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাস্টার তপন কুমার দে, মকবুল হোসেন মিয়াজী।

এসময় উপস্থিত ছিলেন কল্যানপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ১৪ নং রাজরাশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রার্থীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন নেতা কর্মীরা।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ১৯ নভেম্বর ২০১৯

Share