Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / সফরমালী বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারদের হাত ধোয়া প্রশিক্ষণ
সফরমালী বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারদের হাত ধোয়া প্রশিক্ষণ
ফাইল ছবি

সফরমালী বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারদের হাত ধোয়া প্রশিক্ষণ

চাঁদপুর সদরের সফরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২৭ জুলাই) ক্ষুদে ডাক্তারদের হাত ধোয়া প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রধানশিক্ষক মাধুরী সেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের হাত ধোয়া বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন দক্ষিণ এশীয় হাত ধোয়া কর্মসূচির অধীন হতদরিদ্র গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের চাঁদপুরের এনজিও কর্মকর্তা আইরিন আক্তার , স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবদুল গনি ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য সফিকুর রহমান বেপারী, মানিক খান কালু ও বিদ্যালয়ের শিক্ষিক-শিক্ষিকাবৃন্দ।

প্রশিক্ষণে স¦াস্থ্য সুরক্ষায় খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার ওপর বাচাইকৃত ১৫ জন শিক্ষার্থী ও তাদের মায়েদেরকে হাতে কলমে শিখিয়ে দেয়া হয়।

এ ছাড়াও বিভিন্ন রোগের উৎপত্তি হিসেবে কী কী কারণগুলো দায়ী তা’ বিশদভাবে শিক্ষার্থীদেরকে অবহিত করানো হয় ।

প্রসঙ্গত, জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ জন করে শিক্ষার্থীকে বাচাই করে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে স্যমক ধারণা দেয়ার জন্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সফরমালী বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারদের হাত ধোয়া প্রশিক্ষণ

About The Author

প্রতিবেদক- আবদুল গনি

Leave a Reply