চাঁদপুর টাইমস ডেস্ক:
বন থেকে হঠাৎই শহরের রাজপথে বেরিয়ে আসল দুইটি দলছুট ক্ষ্যাপা হাতি, শহরের রাজপথেই এসেই শুরু করল ভয়ানক তান্ডব। শহরের রাজপথে মোটরসাইকেল কিংবা বাস যাই দেখে, তার উপরই হামলে পড়ছে। স্হানীয় একটি শপিং মলের নিরাপত্তা কর্মী হাতির তান্ডব দেখতে এসে পড়ল হাতির রোষানলে, হাতির উপর্যুপরি আঘাতে ৫৫ বছরের লোকটির ঘটনাস্হলেই নিহত হন।
এরপর হামলে পড়ে রাস্তার একটি গরুর উপর মাথা দিয়ে গরুটিকে গুতাতে গুতাতে মেরে ফেলে ঘটনাস্হলে। অপ্রতিরোধ্য হাতির হাত থেকে বাঁচতে দিক বিদ্বিক জ্ঞান শূন্য হয়ে পড়ে নগরবাসী, তবে পুরো ঘটনাটি স্হানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানের ক্যামেরা উঠে আসে। পরে অবশ্য নিরাপত্তা কর্মীরা কৌশলে জীবিত অবস্হায় ধরতে সক্ষম হয় ঐ খুনী হাতি দুইটিকে।
https://youtu.be/LnsrdTjQZ0I
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur