আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুরের হাইমচরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় হাইমচর প্রেসক্লাবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় প্রার্থী হাইমচরের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে হাইমচরের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগবে। এই উপজেলায় গত ১৭ বছরে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।”
তিনি তার নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলি তুলে ধরে বলেন, “ইনশাআল্লাহ, আমরা ক্ষমতায় এলে নদী রক্ষা বাঁধ নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”
প্রার্থী আরও বলেন, “আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সমাজের দর্পণ হিসেবে আপনাদের পরামর্শ আমাদের কাছে মূল্যবান। আপনাদের সঙ্গে নিয়েই আমরা হাইমচরকে উন্নত করতে কাজ করতে চাই।”
হাইমচর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি জি এম জহিরের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হাসান আর মামুনের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শফিউল্লাহ, সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল, চাঁদপুর জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এম নিজাম।
এছাড়াও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
১১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur