Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত
হাডুডু

কচুয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। গ্রাম বাংলার এই হাডুডু খেলাকে ধরে রাখতে কচুয়ায় হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২নং পাথৈর ইউনিয়নের ফতেবাপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পাথৈর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও খেলা আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা মো. আবু মুছার পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলার ১৪নং মারুকা ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান তালুকদার।

বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো.শফিকুল ইসলাম বিএসসি,সাচার ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন,চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী,ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান,চাঁন মিয়া প্রমুখ। খেলায় আটোমোড় একাদশকে ও শুয়ারুল স্পোটিং ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পরে বিশেষ বিবেচনায় শুয়ারুল স্পোটিং ক্লাবকে বিজয়ী ঘোষনা করেন খেলার আয়োজক কমিটি।

এসময় সময় শুয়ারুল স্পোটিং ক্লাবের পক্ষে টিম ম্যানেজার কামরুল ইসলাম পুরস্কার গ্রহন করেন।

উক্ত হাডুডু খেলায় ধারাভাষ্য করেন যৌথভাবে কবির হোসেন ও আব্দুল্লাহ মাষ্টার। এসময় খেলায় আয়োজক কমিটির সদস্য প্রবাসী আবু মুছা,আলমগীর হোসেন,মামুন হোসেনসহ দাউদাকান্দি ও কচুয়া দুই উপজেলার হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু