Home / উপজেলা সংবাদ / হাজী লোকমান পাবলিক স্কুলের সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
লোকমান

হাজী লোকমান পাবলিক স্কুলের সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের সবক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদপুর জমিন টাওয়ারের ২য় তলায় হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের সবক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা খাজা মোঃ অলি উল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাদি দরবার শরীফের পীরজাদা, চাঁদপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজুল্লাহ খান ইউসুফী।

অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা খাজা মোঃ অলিউল্লাহ তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্যই সব ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়েছে। আমি কোরআন থেকে যে তেলাওয়াত করেছি এর অর্থ হল বাচ্চাদের জড়তা কাটিয়ে উঠার জন্যই ছোট থেকে স্কুলে এবং মাদ্রাসায় ভর্তি হতে হয়। আমি বাংলাদেশের অনেক অনুষ্ঠানে দোয়া করতে গিয়েছি। আমার আব্বাজান হুজুর পীর সাহেব এর কারণে রাতে ছেলে সন্তানের জন্য বাচ্চাদের পড়ালেখার জন্য মা এবং বাবারা তাহাজ্জুতের নামাজ শেষে দোয়া করবেন যেন আল্লাহ পাক সন্তানদেরকে দুনিয়াতে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত মত এবং আল্লাহ রাব্বুল আলামীন যে কোরআন নাজিল করেছেন সে কোরআনকে আকড়িয়ে ধরে চলতে পারে। তাহলে দুনিয়া এবং আখেরাতে শান্তি আসবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রীতম পাটোয়ারী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আহমেদ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনাজ আহমেদ, বিদ্যালয়ের অভিভাবক মাহবুব আলম ,শফিক কবিরাজ সহ অনেকে। সাংবাদিক মঞ্জুর হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, অনামিকা আক্তার, মিম আক্তার, সুবর্ণা আক্তার, জান্নাত আক্তার। এছাড়া আরো অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা মোঃ অলিউল্লাহকে ও বাগাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ ইউসুফিকে শুভেচ্ছা উপহার তুলে দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। এছাড়া সভার শুরুতে প্রধান অতিথি খাজা মোঃ অলিউল্লাহ ও মাওলানা মাহফুজ উল্লাহ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।

স্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২৪