Home / উপজেলা সংবাদ / কচুয়া / হাজী জসিম উদ্দিনের জানাজা সম্পন্ন
জসিম

হাজী জসিম উদ্দিনের জানাজা সম্পন্ন

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের ৯০ দশকের চাক্কা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: জসিম উদ্দিনের জানাজা সম্পন্ন হপডছে। তিনি বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা সানারপাড় এলাকার নিজ বাসায় ফুসফুসে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয় মৃত্যুবরণ করেন ( ইন্না-লিল্লাহ… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স হপডছিল ৭১ বছর।
শুক্রবার বাদ জুমা উপজেলার টেলী গ্রামের হাজী বাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠে হাজারো মুসুল্লিদের অংশগ্রহণের মধ্য দিপড শেষ চোখের জ্বলে তাকে চির বিদায় দেয়া হপডছে।

মরহুমের জানাজা অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা মো: সোহাগ খানের পরিচালনায় বক্তব্য দেন, কচুয়া উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট মো: জাহাঙ্গীর আলম মজুমদার,মরহুমের ছোট ভাই মাঝিগাছা উচ্চ বিদ্যালপডর প্রধান শিক্ষক মামুনুর রশিদ, নিন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালপডর প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, কচুয়া ক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম শিকদার, উপজেলা কাজী সমিতির কাজী মো: সফিকুর রহমান, নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালপডর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান উল্লাহ বাবুল প্রমুখ ।

পরে মরহুমের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, টেলী হাজী বাড়ী জামেমসজিদ ইমাম মো: ইয়াছিন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১২ ডিসেম্বর ২০২৫