হাজীগঞ্জ হাজেরা আলী মাদ্রাসা ১৩ হাফেজের মাথায় পাগড়ী প্রদান

হাজীগঞ্জ হাজেরা আলী তাহফিজুল কোরআন মাদ্রাসাটি ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলা ইংরেজির পাশাপাশি কোরান শিক্ষায় উপজেলায় শীর্ষে।  দীর্ঘ ১৯ বছরের পথ চলায়, ধারাবাহিক এ ফলাফলের সফলতা বেশ সুনাম অর্জন করে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষকমন্ডলী নিয়ে নিচন্তপুর গ্রামের মজুমদার পরিবারের কৃতি সন্তান, মজুমদার গ্রুপ অফ ইন্ডাষ্টিজ এর চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার আধুনিক এ শিক্ষা একাডেমী গড়ে তোলেন।

তারাই ধারাবাহিকতায় পূর্বের ন্যায় এবারও হাজরা আলী তাহফিজুল মাদ্রাসা হইতে ১৩ জন ছাত্র পবিত্র কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় পাগড়ী প্রধান অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব মাদ্রাসার ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে হাজেরা আলী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান মেহমানের বক্তব্যে রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন পীরে কামেল উজানী পীর হযরত মাওলানা আশেকে এলাহী ।

এ সময় তিনি বলেন, কুরআনে হাফেজ মানে আখেরাতের উজ্জ্বল নক্ষত্র, কোরআনে হাফেজ মানে একটি পরিবারের আলোর প্রদীপ, সমাজের সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তি, এদের কষ্টের প্রতিদান মহান রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। এই হাফেজদের পড়ালেখার পেছনে যাদের শ্রম, ঘাম,মেহনত অর্থ সহায়তা থাকবে, কাল কেয়ামত পর্যন্ত যত সওয়াব হবে ওই সওবের অংশীদারিত্ব হবেন ওই ব্যক্তিরা।  যাদের সৎ চিন্তা আর বুদ্ধিমত্তায় এই মাদ্রাসাটি নির্মাণ ও প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পরিবারের সকল ব্যক্তিদের মহান রাব্বুল আলামীন যেন সুস্থতার শহীত দীর্ঘ হায়াত দান করে। ইসলামের আরো বেশি খেদমত করার তৌফিক দান করে।

পাগড়ী প্রধান অনুষ্ঠানে মূল্যবান তাসরীফ পেস করেন, ঢাকা জামিয়া আবুল বাশার এর মুহাদ্দিস হযরত মাওলানা আহসান হাবিব, মাদ্রাসার প্রধান মুহতামিম পরিচালক হাফেজ শেখ সাদী, মাওলানা কামরুজ্জামান পাটোয়ারী  সঞ্চালনায়, মোঃ ইছমাইল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে পাগড়ী প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা শিক্ষার্থী রাকিব, ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ হাসান আল বান্না, পাগড়ী প্রধান অনুষ্ঠানে উজানী পীর আশেকে এলাইহীর আগমন উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুসল্লী ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,২১ জানুয়ারি ২০২৩

Share