হাজীগঞ্জ উপজেলার ধর্মীয় ও আধুনিক জ্ঞানে গড়ে ওঠা হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী ২০২৩ এর বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২১ মার্চ মঙ্গলবার মাদ্রাসার হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজের আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোস্তফা কামাল বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক রাখেন। সহকারী আরবি শিক্ষক মো. কামরুজ্জামান পাটোয়ারীর সঞ্চালনা বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা আবু সাঈদ মুহাম্মদ শরুফউদ্দিন, শিক্ষক আব্দুল মান্নান ও কাউছার হোসেন, অভিভাবক সদস্য কামরুল ইসলাম ও প্রাক্তন শিক্ষক এ জে ইমরান প্রমুখ ।
বিদায়বাণী উক্ত মাদ্রাসার পরীক্ষার্থী ফাতেমা আক্তার ও নাইমা সুলতানা এবং এবং শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন রায়হান ভূঁইয়া ও সুমাইয়া আক্তার।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২১ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur